রক্তের গ্রুপ সর্ম্পকিত গুরুত্বপূর্ন কিছু তথ্যঃ


আমরা সকলেই রক্তদানের ব্যাপারে কম বেশি জানি। কিন্তু আমরা কি জানি,কোন গ্রুপের রক্তের বাহক কোন গ্রুপের রক্তের বাহককে রক্ত দিতে পারবে?
মূলত O- রক্তের বাহক ছাড়া,আর সব গ্রুপের রক্তের বাহকরা, একাধিক গ্রুপের রক্ত গ্রহন করতে পারেন।
কিন্তু আমাদের অজ্ঞতার কারনে, প্রায়ই দেখা যায় যে, প্রয়োজনের সময় কেবল রোগীর রক্তের গ্রুপের রক্তই খোঁজা হয়। ফলে আমাদের ভোগান্তি বাড়ে, এবং অনেক সময় চাহিদা পূরনের তাগিদে বিভিন্ন জায়গা থেকে রক্ত কিনে রোগীকে দেয়া হয়, যা আমাদের দেশে মোটেও নিরাপদ নয়।

কিন্তু আমরা যদি সকলেই জানতাম, কোন কোন গ্রুপের রক্ত কোন কোন গ্রুপের রক্ত বাহকের শরীরে দেয়া যাবে,তাহলে রক্তের জন্য আমাদের এত ভুগতে হতো না।

ছবিটি থেকে দেখে নিন, আপনি কোন কোন গ্রুপের রক্ত নিতে পারবেন, এবং কোন কোন গ্রুপের রক্তের বাহককে রক্ত দিতে পারবেন।

আর সকলের কাছে অনুরোধ, যেহেতু এই বিষয়টি স্বাস্থ্য সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয়, তাই দয়া করে এই বিষয়টি শেয়ার করুন, আপনার চারপাশের বন্ধুদের জানাতে কার্পণ্য করবেন না।

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান